বাকেরগঞ্জ থেকে রানা সন্যামত:
প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামের উপর হামলা, নির্যাতন, মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে সাংবাদিকগন আজ বিকেল ৫ টায় মানববন্ধন করেছেন। বাকেরগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোহাম্মাদ সেলিম, সাংবাদিক ফোরামের সভাপতি জাকির জমাদ্দার, সাংবাদিক ক্লাবের সভাপতি তালুকদার মোঃ জুয়েল, সাংবাদিক মোঃ মাসুদ সিকদার, সাংবাদিক মোঃ পলাশ হাওলাদার, সাংবাদিক মোঃ আরিফ হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে দৈনিক প্রথম আলোর অসন্ধানী রিপোটার সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান রোমান, সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক বিএম রেজাউল, একাত্তর টিভির দীন মোহাম্মাদ দীনু, দৈনিক সত্য সংবাদের সাইদুর রহমান, এশিয়ান টিভির উত্তম কুমার, মাই টিভির মিজানুর রহমান, দৈনিক আমাদের নতুন সময়ের নোমান ডাকুয়া, সাংবাদিক মোঃ মোহিবুল্লাহ, দৈনিক শাহনামার মোশাররফ হোসেন, দৈনিক বরিশাল সময়ের মাসুদুর রহমান মোশেদ, দৈনিক যায় যায় দিনের মৃধা মোঃ জুয়েল, সাংবাদিক শাখাওয়াত হোসেন মনির, শাহারা টিভির কেএম সোহেল হাসান মুছা, দৈনিক তারুণ্যের বার্তার নজরুল ইসলাম খান আলিম, দৈনিক বরিশাল বার্তার শফিক খান বাবু, সাংবাদিক মোঃ আবুল বাসার, দৈনিক স্বদেশ প্রতিদিনের মোঃ বেলাল হোসেন, দৈনিক দক্ষিণের খবরের রিয়াজ শরীফ, সাংবাদিক নজরুল ইসলাম খান মাহফুজ, দৈনিক আজকের সুন্দরবনের উত্তম দাস, দৈনিক ন্যায় অন্যায়ের তুহিন সিকদার, দৈনিক কলমের কন্ঠের সোহেল রানা, দৈনিক নবচেতনার তানিয়া আক্তার, সংবাদ বরিশালের সুমন ভুইয়া, দৈনিক বর্তমান বার্তার প্রিন্স, দৈনিক বাংলাদেশ বাণীর এমএইচ কামাল, সাংবাদিক হাবিব আকন প্রমূখ।
এ সময় সাংবাদিকদের উপর বিভিন্ন নির্যাতন, অত্যাচার ও হয়রানি মূলক মিথ্যা মামলার কথা তুলে ধরে এর প্রতিবাদ জানান বক্তারা।